৭৮৬

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৮:৪৭ পূর্বাহ্ণ

আর যে এরূপ করে, সে নিজেরই ক্ষতি করে এবং আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা-তামাশার বস্তু বানিয়ে নিও না; এবং স্মরণ কর আল্লাহর অনুগ্রহকে, যা তোমাদের উপর রয়েছে, আর সেটাকেও যা তোমাদের ওপর অবতীর্ণ করেছেন- কিতাব ও হিকমত, তোমাদেরকে উপদেশ দেয়ার জন্য এবং আল্লাহকে ভয় করতে থাক, আর জেনে রাখ যে, আল্লাহ সবকিছু জানেন।

– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩১) সূরা বাক্বারা।

যখন কেউ মিথ্যা কথা বলে, তখন তার মুখ হতে এমন দুর্গন্ধ বের হয় যে, রহমতের ফেরেশতা তা হতে এক মাইল দূরে সরে যায়।

– আল-হাদিস (মুসনাদে আহমদ)।

এই দুনিয়ায় সবাই ক্ষণিকের অতিথি।

– শেখ সাদী।

পূর্ববর্তী নিবন্ধবাজারে সিন্ডিকেট আছে সরকার চক্র ভাঙতে চাইছে : কাদের
পরবর্তী নিবন্ধসড়ক টেকসই করতে হলে সবার আগে অনিয়ম বন্ধ করতে হবে