৭৮৬

| শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ। অতএব (তোমরা) এসো আপন আপন ক্ষেতসমূহে যেভাবে ইচ্ছা করো এবং নিজেদের মঙ্গলের কাজ পূর্বাহ্নে করো।

– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২২৩) সূরা বাক্বারা।

পাঁচটি কাজ অবশ্য করণীয়- খতনা করা, গুপ্ত অঙ্গের কেশ মুণ্ডন করা, গোঁফ খাটো করা, নখ কাটা এবং বগলের কেশ মুণ্ডন করা।

– আল-হাদিস (বোখারী, মোসলেম)।

স্ত্রী যত মহৎ হবে, স্বামীর মনের কুলষতা তত কমবে।

– রানী ক্রিস্টেন।

পূর্ববর্তী নিবন্ধসমন্বয় করে কাজ করা গেলে পাল্টে যাবে চট্টগ্রামের অর্থনৈতিক চিত্র
পরবর্তী নিবন্ধএই দিনে