৭৮৬

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:২০ পূর্বাহ্ণ

ওই সব লোক, যারা ঈমান এনেছে এবং ওই সব লোক, যারা আল্লাহর জন্য আপন ঘরবাড়ি ত্যাগ করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর অনুগ্রহের প্রত্যাশী, আর আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। 

আল কুরআনের বঙ্গানুবাদ (:২১৮) সূরা বাক্বারা।

কবিরা গোনাহ সাতটি, এতিমের মাল জুলুম করিয়া খাওয়া উহার মধ্যে একটি ।

আলহাদিস (হাকেম)

অল্প কথা বলা জ্ঞানীর লক্ষণ, অল্প আহার স্বাস্থ্যের সহায়ক, অল্প ঘুম উপাসনাস্বরূপ এবং লোকের সঙ্গে অল্প মেলামেশা নিরাপদে রাখে। 

হযরত ওমর ফারুক (রা.) । 

পূর্ববর্তী নিবন্ধশর্ত শিথিল, বেড়েছে আবেদন
পরবর্তী নিবন্ধব্যক্তিগত গ্যারান্টিতে ঋণ সেকেলে ব্যাংকিং আদায়ের নিশ্চয়তা নেই ভোগান্তি বাড়ায়