তোমাদের ওপর ফরয হয়েছে আল্লাহর পথে জিহাদ করা আর তা তোমাদের নিকট অপছন্দনীয় এবং সম্ভবতঃ তোমাদের নিকট কোনো বিষয় অপছন্দ হবে অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর হয়; এবং সম্ভবতঃ কোনো বিষয় তোমাদের পছন্দনীয় হবে অথচ তা তোমাদের পক্ষে অকল্যাণকর হয়। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (২:২১৬) সূরা বাক্বারা।
নিশ্চয় তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম সচ্চরিত্র ব্যক্তিই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সৎজন।
– আল–হাদিস (বুখারী, মুসলিম)।
নীতিজ্ঞান বর্জিত মানুষ পশুর সমান।
– জর্জ রিচার্ড।