৭৮৬

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৭:১১ পূর্বাহ্ণ

শুনে নাও! নিশ্চয় আল্লাহর সাহায্য সন্নিকটে। আপনাকে জিজ্ঞাসা করছে, ‘কি ব্যয় করবে?’ আপনি বলুন, ‘যা কিছু সম্পদ সৎকাজে ব্যয় করো, তবে তা মাতা-পিতা, নিকটাত্মীয়, এতিম, অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য এবং যা সৎকর্ম করবে, নিশ্চয় আল্লাহ তা জানেন।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২১৫) সূরা বাক্বারা।

মাতাপিতার প্রতি ভক্তি প্রদর্শনের উৎকৃষ্ট নিদর্শন পিতার মৃত্যুর পর তাহার বন্ধুদিগের সহিত বন্ধুত্ব স্থাপন।
– আল-হাদিস (মোসলেম)।

আত্মকেন্দ্রিক লোক দ্বারা সমাজের কোন উপকার হয় না।
– জর্জ ব্রো।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আবদুল খালেকের ৫৮তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধমোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার সৃজনশীলতায় ভাস্বর মহাপুরুষ