অনতিবিলম্বে আমি কাফিরদের অন্তরে আতঙ্কের সঞ্চার করবো; কারণ, তারা আল্লাহর (এমন) অংশীদার দাঁড় করিয়েছে যার উপর তিনি কোন বুঝ-শক্তি অবতীর্ণ করেননি এবং তাদের ঠিকানা দোযখ এবং কতোই নিকৃষ্ট ঠিকানা অন্যায়কারীদের।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৫১) সূরা আ-ল-ই ‘ইমরান’।
যে ঋণগ্রস্তকে মাফ করিয়া দেয় বা সময় দেয়, আল্লাহতায়ালা তাঁহার ছায়ার নিচে তাহাকে ছায়াদান করিবেন।
– আল-হাদিস (নাছায়ী)।
একজন মানুষ সবকিছু করার উদ্যোগ গ্রহণ করলে বোকামী করবেন।
– এডওয়ার্ড গিবন।