আপনি বলুন, ‘যদি তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের স্বগোষ্ঠী তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা–বাণিজ্য যার ক্ষতি হবার তোমরা আশংকা করো এবং তোমাদের পছন্দের বাসস্থান–এ সব বস্তু আল্লাহ এবং তার রসূল এবং তাঁর পথে যুদ্ধ করা অপেক্ষা তোমাদের নিকট প্রিয় হয়,
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৯:২৪) সূরা তাওবা।
রাগ করিও না, কেননা উহাই বিপদের সৃষ্টি করে।
– আল–হাদীস (ছগির)।
অর্থ এবং যশ মানুষের জীবনে সব নয়।
– স্কট।






