যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করবে আর আল্লাহ্ তাঁর রসূল এবং মু’মিনগণ ব্যতীত অন্য কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে না? এবং আল্লাহ্ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৯:১৬) সূরা তাওবা।
কোরান শরীফে ত্রিশ আয়াতের একটি সূরা আছে। উহা পাঠকের জন্য ক্ষমা না করা পর্যন্ত অনুরোধ করিতে থাকে। উহার নাম সূরা মুলক।
– আল–হাদীস (তিরমিজী, আবু দাউদ)।
তোমার সামর্থ্য অনুযায়ী উপভোগ কর।
– পি জে বেইলি।








