আর তোমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য দেবেন এবং ঈমানদারদের মনকে প্রশান্ত করবেন।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৯: ১৪) সূরা তাওবা।
যে আল্লাহর সন্তুষ্টির জন্য সুরা ইয়াছিন পাঠ করে তাহার অতীত পাপ মার্জনা হয়। অতএব মুমূর্ষু লোকদের নিকট উহা পাঠ কর।
– আল–হাদীস (বায়হাকী)।
সৎ উপদেশকে টাকার মূল্যে পরিমাপ করা যায় না।
– ইরাসমুস।









