৭৮৬

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:৫১ পূর্বাহ্ণ

 

তারা আল্লাহর আয়াতগুলোর বিনিময়ে তুচ্ছমূল্য ক্রয় করে নিয়েছে, অতঃপর তাঁর পথ থেকে নিবৃত্ত করেছে। নিশ্চয় তারা খুবই মন্দ কাজ করছে।

আলকুরআনের বঙ্গানুবাদ (: ০৯) সূরা তাওবা।

নিষ্ঠুর ও দুশ্চরিত্র লোকের অন্তর হইতে দয়া নিশ্চিহ্ন করিয়া ছিনাইয়া লওয়া হয়।

আলহাদীস (আবু দাউদ)

অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধ্বংস নেই।

মলিয়ের।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন শাহজাহান চৌধুরী
পরবর্তী নিবন্ধবিনিয়োগ ও কর্মসংস্থানের স্থবিরতা কাটাতে হবে