মুশরিকদের জন্য আল্লাহ ও তাঁর রসূলের নিকট কোন অঙ্গীকার কি করে বলবৎ থাকবে? কিন্তু ঐ সব লোক, যাদের সাথে তোমাদের চুক্তি মসজিদে হারামের নিকটে হয়েছে।
–আল কোরআনের বঙ্গানুবাদ (৯ :০৭) সূরা তাওবা।
হযরত রাসূলুল্লাহ (সাঃ) সর্বদা এই দোয়া পাঠ করিতেন হে আল্লাহ! আমি তোমার নিকট স্বাস্থ্য, ক্ষমা, আমানত, সৎস্বভাব এবং তকদীরের প্রতি সন্তুষ্টি প্রার্থনা করি।
–আল হাদিস (বায়হাকী)
আলোকে আলো সুস্পষ্ট নয়, কিন্তু অন্ধকারে সে চির উজ্জ্বল।
–এডমন্ড বার্ক।







