এবং হে মাহবুব! যদি কোন মুশরিক আপনার নিকট আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দিন। যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়।
আল–কুরআনের বঙ্গানুবাদ (৯:০৬) সূরা তাওবা।
হযরত ইবনে আব্বাস হইতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ (সাঃ) বলিয়াছেন–অধিকাংশ লোকই দুইটি নেয়ামত হইতে বঞ্চিত–স্বাস্থ্য এবং অবসর
আল–হাদীস (বোখারী)।
আশাবাদী লোকের মন উদার হয়।
–ওয়ার্ডস ওয়ার্থ








