অতঃপর যখন সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদেরকে হত্যা করো যেখানে পাও এবং তাদেরকে পাকড়াও করো ও বন্দী করো আর প্রতিটি স্থানে তাদের জন্য ওঁতপেতে বসো।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৯:০৫) সূরা তাওবা।
দুইটি দ্রব্য বৃদ্ধের হৃদয়কে যৌবনত্ব দান করে, একটি পার্থিব দ্রব্যের প্রতি ভালোবাসা, অপরটি সুদূর প্রসারী আশা।
– আল–হাদীস (বোখারী)।
আশা নিয়ে পথ চলা লক্ষ্যস্থলে পৌঁছানোর চেয়ে উত্তম।
– রবীন্দ্রনাথ ঠাকুর।








