আর ওই সব লোক, যারা ঈমান এনেছে এবং হিজরত করে নি তাদের পরিত্যক্ত সম্পত্তির কিছুরই তোমরা মালিক হবে না যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৭২) সূরা আল আন্ফাল
ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহতায়ালা লানত বর্ষণ করেন।
– আল–হাদিস (আবু দাউদ, তিরমিজী)
আনন্দের চেয়ে দুঃখের বন্ধন দৃঢ়তর।
– রবীন্দ্রনাথ ঠাকুর









