তোমরা দুনিয়ার সম্পদ কামনা করে থাকো এবং আল্লাহ চান আখিরাত আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৬৭) সূরা আল–আন্ফাল।
যে ব্যক্তি অবহেলা করিয়া তিনটি জুমা তরক করে, আল্লাহ হৃদয়ে মোহর করিয়া দেন।
– আল–হাদীস (আবু দাউদ, তিরমিজি)।
তোমার ভালোর জন্য পথ তোমাকেই করতে হবে।
– উইলিয়াম পেন।









