ওইসব লোক, যাদের সাথে আপনি চুক্তি করেছিলেন, অতঃপর প্রত্যেকবার (তারা) তাদের চুক্তি ভঙ্গ করে এবং ভয় করে না।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৫৬) সূরা আল–আন্ফাল।
প্রত্যেক ব্যাধির প্রতিকার আছে। পাপের প্রতিকার ক্ষমা প্রার্থনা করা।
– আল–হাদীস (ছগির)।
প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।
– জন।







