এটা এজন্য যে, আল্লাহ কোন সম্প্রদায় থেকে, যে অনুগ্রহ তাদেরকে প্রদান করেছেন তা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা বদলে না যায়; এবং নিশ্চয় আল্লাহা শ্রোতা, জ্ঞাতা।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৫৩) সূরা আল–আন্ফাল।
যতক্ষণ পর্যন্ত মনে আনন্দ পাও, ততক্ষণ কোরান শরীফ পাঠ কর, আর যখন ভাল না লাগে তখন রাখিয়া দাও।
– আল–হাদীস (বোখারী, মোসলেম)।
যে জিনিসের উত্থান আছে তার পতনও আছে।
– অস্টিন ডবসন।







