অতঃপর আল্লাহ্ তাদেরকে তাদের পাপের জন্য পাকড়াও করেছেন। নিশ্চয় আল্লাহ্ শক্তিমান, কঠিন শাস্তিদাতা।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৫২) সূরা আল–আন্ফাল।
যে আমার সুন্নাত পালনে বিমুখ হয়, সে আমার দলভুক্ত নহে।
– আল–হাদীস (ছগির)।
উৎকৃষ্ট খাবারের সঙ্গে উৎকৃষ্ট বন্ধুর প্রয়োজন।
– এমিলি ডিকেন।






