এবং আল্লাহর কাজ এ নয় যে, তাদেরকে শাস্তি দেবেন যতক্ষণ পর্যন্ত হে মাহবুব, আপনি তাদের মধ্যে উপস্থিত থাকবেন এবং আল্লাহ তাদেরকে শাস্তিদাতা নন যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনারত থাকছে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৩৩) সূরা আন–আন্্ফাল।
জুমার রাত্রি সর্বাপেক্ষা উজ্জ্বল এবং জুমার দিবস সর্বাপেক্ষা দীপ্তিময়।
– আল–হাদীস (বায়হাকী)।
সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপূর্ণ জীবন প্রায়শ:ই ক্ষনিকের হয়।
– জ্যাকব এ, রিস।