এবং যখন (তারা) বললো, ‘হে আল্লাহ! যদি এ (কোরআন) তোমার নিকট থেকে সত্য হয়, তবে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো কিংবা কোন বেদনাদায়ক শাস্তি আমাদের উপর নিয়ে এসো!’
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ৩২) সূরা আল–আন্ফাল।
রাগ করিও না, কেননা উহাই বিপদের সৃষ্টি করে।
–আল হাদীস (তিরমিজী)।
প্রত্যেক মহৎ কাজ নিজের জন্য পথ করে নেয়।
– ইমারসন।