হে ঈমানদারগণ! যদি আল্লাহ্কে ভয় করো তবে তোমাদেরকে তা–ই প্রদান করবেন, যা দ্বারা সত্যকে মিথ্যা থেকে পৃথক করে নেবে আর তোমাদেরকে ক্ষমা করবেন; আর আল্লাহ অতিশয় করুণাময়।
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ২৯) সূরা আল–আন্ফাল।
যে আল্লাহর সন্তুষ্টির জন্য সুরা ইয়াছিন পাঠ করে তাহার অতীত পাপ মার্জনা করা হয়। অতএব মুমূর্ষু লোকদের নিকট উহা পাঠ কর।
–আল হাদীস (বায়হাকী)।
একজন গুণী প্রশাসক সময় উপযোগী শাসন করে।
– সিডনি লেনিয়ার।