অতঃপর তাদের তোমরা হত্যা করো নি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন এবং হে মাহবুব! ওই মাটি, যা আপনি নিক্ষেপ করেছেন,
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ : ১৭) সূরা আল–আন্ফাল।
আল্লাহ ভদ্রতা ও নম্রতাকে ভালবাসেন এবং বিনয়ীকে যাহা দেন, গর্বিতকে তাহা দেন না।
–আল হাদীস (আহমাদ)।
সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য ও চেষ্টা।
– টমাস ফুলার।








