এবং যে ব্যক্তি সেদিন তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন করবে, যুদ্ধ–কৌশল অবলম্বন করা কিংবা স্বীয় দলের সাথে একত্রিত হবার লক্ষ্যে ব্যতীত, তবে সে আল্লাহর ক্রোধের মধ্যে প্রত্যাবর্তন করলো এবং তার ঠিকানা হচ্ছে দোযখ; আর তা কতোই নিকৃষ্ট স্থান প্রত্যাবর্তন করার।
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ১৬) সূরা আল–আন্ফাল।
আল্লাহর ক্ষমা তোমার পাপের চেয়ে বড়।
–আল হাদীস (ছগির)।
এমন কোন প্রবাদ নেই, যা সত্যি নয়।
– কার্ভেন্টিস।