এবং স্মরণ করো! যখন আল্লাহ্ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, দু’দলের মধ্যে একটা তোমাদের জন্য; আর তোমরা এটা চাচ্ছিলে যে, তোমরা সেটাই লাভ করবে যার মধ্যে কাঁটার সংকট নেই;
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ : ০৮) সূরা আল–আন্ফাল।
কোরান শরীফ পাঠ কর, কেননা আখেরাতে উহা তাহার পাঠকের জন্য সাহায্যকারী হইবে।
–আল হাদীস (মোসলেম)।
এমন সৌভাগ্যবান কেউ নেই; যাকে দুঃখ এবং মৃত্যু স্পর্শ করে না।
– ইউরিডিপাইস।