নিশ্চয় ওই সব লোক, যারা তোমার রবের সান্নিধ্যে রয়েছে, তারা অহংকারে তাঁর ইবাদতের বিমুখ হয় না; এবং তারই পবিত্রতা ঘোষণা করে আর তাকেই সাজদা করে।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ ঃ ২০৬) সূরা আল–আ’রাফ
কিয়ামতের দিন মুমীনের দান তাহার জন্য ছায়া হইবে।
–আল হাদীস (আহমাদ)।
ভালো কাজ করতে নামলে সকলকে খুশী রাখা সম্ভব না।
– মার্থা গ্রিল।