নিশ্চয় যাদের তোমরা আল্লাহ্ ব্যতীত উপাসনা করছো, তারা তোমাদের মতো বান্দা; সুতরাং তোমরা তাদেরকে আহ্বান করো; অতঃপর তারা তোমাদের ডাকে সাড়া দিক, যদি তোমরা সত্যবাদী হও।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ : ১৯৪) সূরা আল–আ’রাফ
তোমরা মিথ্যা হইতে দূরে থাক, যেহেতু মিথ্যা মানুষকে পাপে পূর্ণ করিয়া দোজখে নিক্ষেপ করে
–আল হাদীস (ইবনে হাব্বান)।
উদ্বিগ্ন চিত্তের মানুষেরা কাজের চেয়ে অসংলগ্ন চিন্তা বেশি করে।
– জে এম ব্যারি।