আপনাকে এভাবে জিজ্ঞাসা করছে যেন আপনি সেটাকে খুব ভালভাবে অনুসন্ধান করে রেখেছেন। আপনি বলুন, ‘সেটার জ্ঞান তো আল্লাহরই নিকট রয়েছে;’ কিন্তু অনেক লোক জানে না।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ ঃ ১৮৭) সূরা আল–আ’রাফ
যাহার অঙ্গীকার বজায় না থাকে, তাহার দ্বীন পূর্ণ হয় নাই।
–আল হাদীস (বায়হাকী)।
এ পৃথিবীর বুঝে নতুন বলতে কিছু নেই।
– সলোমন।