(তারা) আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে, তা কখন সংঘটিত হবে। আপনি বলুন ‘সেটার জ্ঞান তো আমার রবের রিকট রয়েছে।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ ঃ ১৮৭) সূরা আল–আ’রাফ
ক্ষুধার্তকে অন্ন দান কর, রোগীর সেবা কর এবং বন্দীদের মুক্তি দাও, যদি সে অন্যায়ভাবে বন্দী হইয়া থাকে।
–আল হাদীস (আবু দাউদ, বোখারী)।
যারা দুশ্চিন্তাকে প্রতিরোধ করতে পারে, তারা দীর্ঘজীবী হতে পারে।
– এনিশ বার্গ।