এ অবস্থা হচ্ছে তাদেরই, যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আপনি উপদেশ শুনান, যাতে তারা চিন্তা করে।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ঃ ১৭) সূরা আল–আ’রাফ
মুমীন ব্যতীত কাহারও সঙ্গী হইওনা এবং হালাল জিনিষ ছাড়া কিছুই খাইও না।
–আল হাদীস (আহমদ)।
জনগণের নিরাত্তাই হচ্ছে সর্বোচ্চ আইন।
সিসেরো