তবে কি তুমি আমাদেরকে ওই কৃতকর্মের কারণে ধ্বংস করবে, যা বাতিল পন্থীগণ করেছে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৭৩) সূরা আল–আ’রাফ।
তোমরা মিথ্যা হইতে দূরে থাক, যেহেতু মিথ্যা মানুষকে পাপে পূর্ণ করিয়া দোজখে নিক্ষেপ করে।
– আল–হাদীস (ইবনে হাব্বান)।
যিনি ক্ষমা করেন, তাকে কখনো অশ্রদ্ধা করো না।
– ইমারসন।