আর হে মাহবুব, স্মরণ করুন! যখন আপনার রব আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরগণকে বের করেছেন এবং তাদের নিজেদের উপর নিজেদেরকে সাক্ষী করেছেন–
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৭২) সূরা আল–আ’রাফ।
কবিরা গুনাহ সাতটি। এতিমের মাল জুলুম করিয়া খাওয়া উহার মধ্যে একটি।
– আল–হাদীস (হাকেম)।
ধর্মীয় কুসংস্কারে যারা আবদ্ধ, তারা সব সময়ই দরিদ্র থাকে।
– ডাব্লিউ এইচ ল্যান্ডস।