সুতরাং ওই সব লোক, যারা তাঁর ঈমান আনে, তাঁকে সম্মান করে, তাঁকে সাহায্য করে এবং ওই নূরের অনুসরণ করে, যা তাঁর সাথে অবতীর্ণ হয়েছে তারাই সফলকাম হয়েছে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৫৭) সূরা আল–আ’রাফ।
হে মানবগণ! তোমরা আল্লাহর দরবারে তওবা কর, যেহেতু নিশ্চয় আমি তাঁহার দরবারে প্রত্যহ একশত বার তওবা করিয়া থাকি।
– আল–হাদীস (মোসলেম)।
এমন কোন প্রবাদ নেই যা সত্যি নয়।
– কার্ভোন্টিস।