নিশ্চয়ই ওই সব লোক, যারা গো–বৎসকে গ্রহণ করে বসেছে, অবিলম্বে তাদের উপর রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবে পার্থিব জীবনে, এবং আমি এখানে প্রতিফল দিয়ে থাকি মিথ্যা রচনাকারীদের।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৫২) সূরা আল–আ’রাফ।
রাগ করিও না, কেননা উহাই বিপদের সৃষ্টি করে।
– আল–হাদিস (ছগির)।
দুঃখের একমাত্র মৌন ভাষাই হল অশ্রু।
– ভল্টেয়ার।