তারা কি দেখলো না যে, তা তাদের সাথে না কথা বলছে এবং না তাদেরকে কোন পথ দেখাচ্ছে? তারা সেটাকে গ্রহণ করেছে আর তারা ছিলো যালিম।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৪৮) সূরা আল–আ’রাফ।
মানুষ স্বভাবতই হারাম বস্তুর প্রতি অধিকতর লোভী হইয়া থাকে।
– আল–হাদিস (ছগির)।
আনন্দের সঙ্গে খাও কিন্তু পরিমাপ করে খেও।
– ব্রিজ।