(তিনি) বললেন, ‘হে মূসা! আমি তোমাকে লোকদের থেকে মনোনীত করে নিয়েছি স্বীয় রিসালত –এর বাণী সমূহ এবং স্বীয় বাক্যলাপ দ্বারা; সুতরাং গ্রহণ করো যা আমি তোমাকে দান করেছি এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও।’
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৪৪) সূরা আল–আ’রাফ।
কবিরা গুনাহ সাতটি, এতিমের মাল জুলুম করিয়া খাওয়া উহার মধ্যে একটি।
– আল–হাদিস (হাকেম)।
আনন্দহীন জীবন – জীবন নয়।
– হেরি ইমারসন।