অতঃপর যখন তাঁর রব পাহাড়ের উপর আপন নূর বিচ্ছুরিত করলেন, তখন তা সেটাকে চূর্ণ–বিচুর্ণ করে দিলো, আর মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলো।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৪৩) সূরা আল–আ’রাফ।
যে ব্যক্তি ছোটদের প্রতি রহম, সৎকাজের আদেশ ও বদকাজে নিষেধ না করে সে আমার উম্মত নয়।
– আল–হাদিস (ইবনে হাব্বান)।
প্রকৃতি যে আদেশ করে সে আদেশ মানতে সবাই বাধ্য।
– উইলিয়াম ব্লাক।