যেমন তাদের জন্য এতগুলো, তোমরা নিশ্চয় একটা মূর্খ সম্প্রদায়।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭ঃ১৩৮) সূরা আল–আ‘রাফ।
যে ব্যক্তি প্রত্যহ দুইশতবার সুরা এখলাস পাঠ করে, তাহার শুধু ঋণের দায় ছাড়া পঞ্চাশ বৎসরের গোনাহ মাফ হইয়া যায়।
– আল–হাদিস (তিরমিজী আহমদ)।
কাজের মধ্যেই মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে।
– টমাস ফুলার।