যখন সেগুলো আমাদের নিকট এসেছে? হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদেরকে মুসলমানরূপে উঠাও।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১২৬) সূরা আল–আ’রাফ।
যে ব্যক্তি রমজানের রোজা বাকী থাকিতে মৃত্যু মুখে পতিত হয়, তাহার প্রত্যেকটি রোজার জন্য একজন করিয়া মিসকিনকে আহার করাইতে হইবে।
– আল–হাদিস (তিরমিজী)।
উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশি সুখ নিহিত।
– স্টিনা।