এবং তোমার নিকট আমাদের কি মন্দ লেগেছে; এটাই নয় কি যে, আমরা আমাদের রবের নিদর্শনগুলোর উপর ঈমান এনেছি,
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১২৬) সূরা আল–আ’রাফ।
যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত নয়।
– আল–হাদিস (মোসলেম)।
উপহার যত সামান্যই হোক, তাকে সাদরে গ্রহণ করবে।
– হোমার।