শপথ (করে বলছি) যে, আমি তোমাদের এক দিকের হাত এবং অপর দিকের পা কেটে ফেলবো, অতঃপর তোমাদের সবাইকে শূলে চড়াবো।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১২৪) সূরা আল–আ’রাফ।
পবিত্র রমজান মাসের একটি রোজাকে তরক করা এতবড় কঠিন কাজ, যাহা সমস্ত জীবন ভরিয়া রোজা রাখিলেও উহার ক্ষতিপূরণ করা সম্ভব নয়।
– আল–হাদিস (তিরমিজী, আবু দাউদ)।
একটি খারাপ সূচনা খারাপ সমাপ্তি ডেকে আনে।
– ইউরিপিডিস।