অতঃপর শো’আয়ব তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলো এবং বললো, ‘হে আমার সম্প্রদায়! আমি তোমাদের নিকট আমার রবের (প্রেরিত) বাণী পৌঁছিয়েছি এবং তোমাদের মঙ্গলের জন্য উপদেশ দিয়েছি, সুতরাং (আমি) কি করে সমবেদনা প্রকাশ করি কাফিরগণের জন্য?
– আলকোরানের বঙ্গানুবাদ (৭.৯৩) সূরা আল–আ’রাফ।
মৃত ব্যক্তিদিগকে মন্দ বলিও না, কেননা তাহারা যাহা করিয়াছে, তাহার প্রতিফল তাহারা পাইয়াছে।
– আল হাদীস (বোখারী)।
যাকে মান্য করা যায় তার কাছে নত হও।
– টেনিসন।