তাঁর সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ বললো, ‘হে শো ‘আয়ব! শপথ (একথার উপর) যে, আমরা তোমাকে এবং তোমার সাথী মুসলমানদেরকে আমাদের জনপদ থেকে বের দেবো অথবা তোমরা আমাদের ধর্মে এসে যাও।’ বললো, ‘যদিও আমরা ঘৃণা করি তবুও কি?
– আলকোরানের বঙ্গানুবাদ (৭.৮৮) সূরা আল–আ’রাফ।
আল্লাহকে ভয় করা শ্রেষ্ঠতম জ্ঞানের পরিচায়ক।
– আল হাদীস (ছগির)।
পরামর্শ বুদ্ধিকে পরিপক্ব করে।
– ড্রাইডেন।