নিশ্চয় তোমাদের কাছে তোমাদের রবের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে। সুতরাং (তোমরা) মাপ ও ওজন পরিপূর্ণভাবে করো।
— আলকোরানের বঙ্গানুবাদ (৭ : ৮৫) সূরা আল–আরাফ।
হত্যাকারীর ফরজ নফল কোনো্ল এবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না।
— আল হাদীস (তিরমিজী)।
চর্চার ওপরই অনেক কিছুর বিফল ও সাফল্য নির্ভর করে।
— ভার্জিল।