এবং স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে ‘আদ (সম্প্রদায়)- এবং স্থলাভিষিক্ত করেছেন এবং রাজ্যের মধ্যে স্থান দিয়েছেন– নরম জমিতে প্রাসাদ তৈরি করছো এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭:৭৪) সূরা আল আ’রাফ।
তাহাই উত্তম বিবাহ, যাহাতে অল্প যন্ত্রণা ও অল্প ব্যয় করে।
– আল–হাদীস (আহমাদ)।
শুধু খাবারই খেয়ো না তার সঙ্গে পরিমাণ মতো পানিও পান করো।
– হেনরি টেলর।