এবং স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে নূহ–এর সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের গড়নের মধ্যে প্রশস্ততা বৃদ্ধি করেছেন।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭:৬৯) সূরা আল আ’রাফ।
সেই ব্যক্তিই সুখী, যে ইসলামের দিকে পরিচালিত হইয়াছে এবং তাহার জীবিকাকে যথেষ্ট মনে করিয়া উহাতেই পরিতৃপ্ত থাকে।
– আল–হাদীস (তিরমিজী)।
প্রত্যেক মানুষের বিশ্বাস তার নিজের নিকট সঠিক।
– কুপার।