এবং যা উৎকৃষ্ট জমি হয়, সেটার সবুজজাত (ফসল) আল্লাহর নির্দেশেই উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট, সেটার মধ্যে উৎপন্ন হয় না, কিন্তু অল্প, অতি কষ্টের বিনিময়ে।
আল–কোরানের বঙ্গানুবাদ (৭:৫৮) সূরা আল–আরাফ।
যে ব্যক্তি বিনা ওজরে স্বেচ্ছায় তিন জুমআ পরিত্যাগ করে, সে মোনাফেক।
–আল হাদীস (ইবনে হাব্বান)
যদি গুণ না থাকে, তাহলে তার অভিনয় কর।
–শেক্সপিয়ার।