আর তাদেরকে তাদের রব বললেন, ‘আমি কি তোমাদেরকে ওই বৃক্ষ থেকে নিষেধ করিনি? আর একথাও বলিনি যে, ‘শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু?
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭ : ২২) সূরা আল–আ’রাফ।
আত্মগর্ব এমন একটি জঘন্য পাপ, যাহা সত্তর বৎসরের নেক আমলকে বরবাদ করিয়া দেয়।
– আল–হাদিস (দায়লামী)।
যদি গুন না থাকে, তাহলে তার অভিনয় কর।
– শেক্সপিয়ার।