যে প্রথমে ঈমান আনেনি কিংবা স্বীয় ঈমানের মধ্যে কোন মঙ্গল অর্জন করেনি। আপনি বলুন, ‘অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি।’
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:১৫৮) সূরা আন্ ‘আম।
লজ্জা দ্বারা সফলই লাভ হয়। সমস্ত গুণের মধ্যে লজ্জাশীলতা উৎকৃষ্ট গুণ।
– আল–হাদিস (মোসলেম, বোখারী)।
ভদ্রতা করা ভালো কিন্তু তা যেন আন্তরিকতা বর্জিত না হয়।
– জর্জ হার্বাট।