সুতরাং সেটা, যা তাদের শরীকদের জন্য, তাতো আল্লাহ্র কাছে পৌঁছে না এবং যা আল্লাহ্র জন্যই তা তাদের শরীকদের নিকট পৌঁছে। তারা কতোই মন্দ ফয়সালা দিচ্ছে!
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:১৩৬) সূরা আন্ ‘আম।
হে আল্লাহ! হাজীকে ক্ষমা কর এবং তাহাকে ক্ষমা কর হাজীগণ যাহার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
– আল–হাদিস (ছগির)।
মহৎ লোকেরা কখনো নিজেকে একা মনে করে না।
– টমাস ফুলার।