অতঃপর যদি তারা তাওবা করে নেয় এবং সৎ হয়ে যায় তবে তাদের রেহাই দাও। নিশ্চয় আল্লাহ মহা তাওবা কবুলকারী, দয়ালু।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:১৬) সূরা নিসা।
তোমাদের খাদ্য পরিমাপ করিয়া দিও, উহাতে স্বচ্ছলতা আসিবে।
– আল–হাদিস (বোখারী)।
দুঃখের একমাত্র মৌন ভাষাই হলো অশ্রু।
– ভলেন্টার।